নোয়াখালীতে ব্যবসায়ীর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরজব্বারে এক ব্যবসায়ীর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার শহীদুল ইসলাম। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানায়, গেলো মার্চ মাসে ৬ তারিখে সন্ধ্যায় দিদারুল আলম বেচু বাজারে গরু বিক্রি করে বাড়ী ফেরার পথে সুবর্ণচর উপজেলার চরজব্বারে মোহাম্মদপুর ইউনিয়নে চরলক্ষ্মী গ্রামের অজ্ঞাত আসামীরা নিহতের মাথা ও মুখমন্ডলে লাঠি ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে তার মোবাইল ও গরু বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর জখম হওয়ার কারণে দিদারুল আলম বেচু মৃত্যুবরণ করে। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মামলার তদন্ত করে রহস্য উদঘাটন করে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে। এরমধ্যে বেলাল ও রাশেদ দুই আসামী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি অটোরিক্সা ও একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: