সৈয়দপুরে কোরআন অবমাননার দায়ে কিশোর গ্রেফতার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০৯:৪৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে জুয়া নিয়ে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করার ভিডিও ফেসবুকে প্রকাশ করার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী রুপক নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান।

আটককৃত কিশোর দিনাজপুর ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার মা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ওসি সাইফুল বলেন, ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নীলফামারী আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পরিমল কুমার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আগামী ২ এপ্রিল পরের শুনানির দিন রাখা হয়েছে। সেদিন পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হবে।

গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এজাহারের বরাত দিয়ে ওসি সাইফুল জানান, গত ১২ মার্চ ওই কিশোর নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে। তাতে পবিত্র কোরআন শরিফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশ্যে একজনকে বলতে শোনা যায়, ‘কোরআনের শপথ করে বলছি, যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন, তাঁরা প্রতারিত হবেন না, বরং লাভবান হবেন।’

এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মামলা হলে আজ দুপুরে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: