সেনাবাহিনীর উদ্যোগে রোগীদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সিভিল সার্জন অফিস ও ক্লেফট বাংলাদেশের সহযোগীতায় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এমডিএস প্রাঙ্গণে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। আয়োজকরা বলেন, ২৫ জন ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামীতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল হক, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের ও ক্লেফট বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ মাজহারুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: