কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল: তিন ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১১:২২ পিএম

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘন্টা পর চালু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল চালু হয়।

এর আগে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী ইটাখোলা এলাকায় বিকাল আনুমানিক ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।

ট্রেন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভুঁইয়া জানান, বিকাল ৪টার দিকে ইটাখোলা এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর সন্ধ্যা ৭টার দিকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: