প্রেমিকার অভিমান ভাঙাতে কলেজ গেটে ফেস্টুন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৮:৪৬ এএম

প্রেমিকার অভিমান ভাঙাতে কলেজের সামনে ‘সরি’ লিখে ফেস্টুন টানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এক প্রেমিক। জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের সামনে ফেস্টুন ও রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিত্র অঙ্কন করে প্রেমিকাকে তাঁর জীবনে ফিরে আসার আহ্বান জানান ওই প্রেমিক। বুধবার (১৫মার্চ) দুপুরে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়।

জানা যায়, কলেজের সাইনবোর্ডের ওপরে গাছের সঙ্গে 'সরি সরি' লেখা ফ্যাস্টুন ঝুলছে। এর পাশেই রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিহ্ন অঙ্কন করেও লেখা হয়েছে 'সরি'। এ কলেজের পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজ। তার সাইনবোর্ডের পাশে বড় একটি গাছেও টাঙানো হয়েছে দুইটি ফেস্টুন। এতে ইংরেজিতে লেখা হয়েছে, 'প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ, আই লাভ ইউ' অপরটিতে লেখা হয়েছে 'আই মিস ইউ এভরিডে, আই মিস ইস এভরি টাইম'।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এমন ঘটনা এর আগে কখনো দেখিনি আমরা। প্রেমিকা হয়তো আমাদের কলেজেই পড়েন, সে জন্যই এ কলেজ গেটের সামনে ফেস্টুন টানিয়ে দিয়েছেন প্রেমিক। যাতে প্রেমিকার নজরে পড়ে অভিমান ভাঙে।

এ বিষয়ে জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম বলেন, ফেষ্টুনের লেখা দেখে বুঝা যাচ্ছে হয়তো দুজনের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না। রাগ-অভিমান ভাঙতেই এমনটা করেছেন। রাতের আধারে কলেজের গেটের সামনে এ ফেস্টুনগুলো লাগানো হয়েছে। কলেজ গেটের সামনে যত ফেস্টুন আছে সেগুলো খোলা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: