লক্ষ্মীপুর রামগতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়ে থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
কাজী হেকমত আলী জানান, আজ উপজেলার ৯ কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টার আগেই কেন্দ্রগুলোতে এসে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া শুরু করেন ভোটাররা। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত ঠিকভাবেই চলবে।
জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে।
এ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জাকির হোসেন চৌধুরী, দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু এবং তার স্ত্রী টেবিল ফ্যান প্রতীকের নাদিয়া সুলতানা মিলি, মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন, চশমা প্রতীকের মো. নুরুল ইসলাম।
ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডের নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৯ নম্বর ওয়ার্ডে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৬১০ জন। এদের মধ্যে পুরুষ ১২১১১ এবং নারী ভোটার ১১৪৯৯ জন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: