সাভারে সেপটিক ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্ন কর্মীসহ তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের আয়োজনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, মালিকের উদাসীনতার কারণেই এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিন জনের মধ্যে দুই জন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তারা কিভাবে সেপটিক ট্যাংকের ভিতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিকেল তিনটার দিকে নিখোঁজ হয় শ্রমিকরা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাথে সাথে কেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো না। কাজেই এটা স্পষ্ট যে এখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। তাই অনতিবিলম্বে দায়ীদেরকে গ্রেফতার করাসহ নিহতদের পরিবারকে আজীবন ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
শ্রমিক নেতা মো.সরোয়ার হোসেন, মো. তুহিন চৌধুরী, মো.ইব্রাহিম, মো.ইমন শিকদার, মো. রাকিবুল ইসলাম সোহাগ,সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ওই কারখানায় গতকাল বিকেল তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হয় তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে ওই ফায়ার সার্ভিস শ্রমিকদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: