সাভার সেনানিবাসে 'বঙ্গবন্ধু এবং স্বাধীনতা ম্যারাথন'প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১২:১৬ এএম

ঢাকার সাভার সেনানিবাসে 'বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সাভার এরিয়া মিনি ম্যারাথন'-প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাভার সেনানিবাসে কেন্দ্রীয় ভাবে এই ম্যারাথন আয়োজন করা হয়।

সাভার এরিয়ায় কর্মরত সকল অফিসার, নির্ধারিত সংখ্যক জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দসহ সর্বমোট ১২০০ নারী ও পুরুষ সেনা সদস্য ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে ৭টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

অনুষ্ঠানে সাভার সেনানিবাসে কর্মরত সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: