বাউপপস’র নির্বাচনে মামুন-হায়দার-অমিত পরিষদ এগিয়ে

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম

বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১৮ মার্চ) অনুষ্টিত হবে। এদিকে ভোট যুদ্ধে ও প্রচারনায় মামুন-হায়দার-অমিত পরিষদ এগিয়ে রয়েছে বলে একাধিক ভোটাররা জানিয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ জানান, শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগীয় কার্যালয়ের হলরুমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হবে। দেশের ৬৪ জেলা ও সবকটি উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা সহকারীরা ভোটার (প্রাক্তন টিএফপিএ)। তিনটি প্যানেলে মোট ১০জন করে প্রার্থী রয়েছে। মোট ভোটার ১৩৭০জন। সুন্দর ও সুশৃংখল ও উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

মামুন-হায়দার-অমিত পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, আমার পরিষদ নির্বাচিত হলে সকল সহকর্মীদের সুখে দুখে পাশে থাকবো। সহকর্মীদের যৌক্তিক দাবি সমূহ কর্তৃপক্ষ কর্তৃক আদায় করতে সমর্থ হব। অন্য দুটি পরিষদের সভাপতিদ্বয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: