সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১০:০৬ পিএম

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার সৃষ্টি সংঘ মাঠে লীগ পর্যায়ের সকল রাউন্ড শেষে উপজেলা রয়েলস্ বনাম সখীপুর একাদশের মধ্যে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে 'উপজেলা রয়েলস্' চ্যাম্পিয়ন হয়েছে।

বঙ্গবন্ধু ক্রিকেট লীগের এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। খেলা উদ্বোধন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। বরণ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরীফ সুপন।

অন্যদের মধ্যে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমূখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: