নৈশকোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশকোচ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ নৈশকোচের ১০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮ টার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রহনপুর থেকে ঢাকাগামী সাথী এন্টার প্রাইজের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮১) ওই এলাকায় একটি ট্রাককে অতিক্রম করায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে আঘাত করে।
এতে ট্রাকচালকসহ নৈশকোচের ১০ জন যাত্রী আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত বাসযাত্রীদের অধিকাংশের বাড়ি ভোলাহাট উপজেলায়। আহতদের মধ্যে গুরুত্বর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২ জনকে হাসপাতালে ভর্তি ও ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান।
এদিকে, গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, টিপটিপ বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: