ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাসে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০১:১৯ পিএম

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চরফ্যাশন উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে চরমুজের চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে। অনেকেই আগাম জাতের তরমুজ বিক্রি করেছেন। তবে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস পেয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত থেকে রবিবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছেন, বরিশাল বিভাগের কিছু স্থানে ১৯ থেকে ২২ তারিখের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কয়েকটি স্থানে শীলা বৃষ্টি হয়েছে।

চরফ্যাসন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছরে চরফ্যাসনে তরমুজ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১২ হাজার হেক্টর জমিতে। কিন্তু ১৫ হাজার ৮২৭ হেক্টর জমিতে তরমুজের চাষ করছেন কৃষকেরা।

ঝড়-বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। ভয়ে আধাপাকা তরমুজ বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। কতটুকু লাভবান হবেন তা নিয়েও দুশ্চিন্তার শেষ নেই তাদের। অনেকেই মোটা অংকের ঋণ নিয়ে বেশি পরিমান জমিতে তরমুজের চাষ করছেন। এর মধ্যে কম সংখ্যক কৃষক আগাম জাতের তরমুজ বিক্রি করে লাভমান হয়েছেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে দুই সপ্তাহ পর তরমুজ বিক্রি করে ঘরে ফিরবেন বলে আশা করছেন কৃষকেরা।

আহাম্মদপুরের কৃষক মো. শাহিন জানান, এবার প্রতি একর জমিতে খরচ হয়েছে ৯৫ হাজার টাকা। তরমুজের ফলন ভালো হয়েছে। দুই একদিনের মধ্যে তরমুজ বিক্রি করা হবে। যদি বজ্রবৃষ্টি হয় তাহলে তরমুজের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কৃষক মফিজ হাওলাদার জানান, তিনি এ বছরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ২৪ একর জমিতে তরমুজের চাষ করছেন। এক সপ্তাহে পড়ে তরমুজ বিক্রি করার কথা। তবে টানা দুই থেকে তিন দিন ঝড়-বজ্রবৃষ্টি হলে লোকসান গুনতে হবে। সেই ভয়ে আধাপাকা তরমুজ বিক্রির জন্য প্রদক্ষেপ নিয়েছেন।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, চলতি মৌসুমে এই উপজেলাতে তরমুজ চাষ লক্ষমাত্রা ছাড়িয়েছে এবং ফলনও ভালো হয়েছে। এর মধ্যে কৃষকেরা আগাম জাতের তরমুজ বিক্রি করেছেন। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে তরমুজের কোন ক্ষতি হয়নি। তবে যারা রবিশস্য করেছে তাদের জন্য ভালো হয়েছে। এছাড়াও ১৯ থেকে ২২ তারিখের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। যদি টানা দুই থেকে তিন দিন ঝড়-বজ্রবৃষ্টি হয় তাহলে তরমুজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: