স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’

ওমরাহ করে দেশে ফিরে প্রথমে গ্রেপ্তার তারপরে কারাভোগ এরপরে আবার জামিন শনিবার (১৮ মার্চ) দিনটি এভাবেই কেটেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, একই মামলায় আসামি তার স্বামী রাকিব সরকার।
এতো কিছুর মধ্যেও নিজের ফেইসবুকে গ্যালারীতে রবিবার (১৯ মার্চ) সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোজিতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তার হয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
তবে ‘একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি সৌদি আরবে রয়ে গেছেন’ বলে শনিবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
রবিবার (১৯ মার্চ) সকালে মাহির পোস্ট করা ছবিটি দেখলে অনেকেই ধারণা করতে পারেন তার স্বামী দেশে ফিরেছেন। তবে নায়িকার স্বামী সৌদি থেকে দেশে ফিরেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: