সুপ্রীম কোর্ট বার নির্বাচনে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০২:১২ পিএম

সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সন্ত্রাসী কায়াদায় ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান ও হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ কোর্ট চত্ত্বর এলাকায় মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান, এ্যাডভোকেট শামসুল আলম, এ্যাডভোকেট সুবাস চন্দ্র রাজবংশী, এ্যাডভোকেট মাসুদুল হক মাসুদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুপ্রীম কোর্ট বার এসোসিয়শনের নির্বাচনে ভোটবিহীন সরকারের দালাল আওয়ামী আইনজীবীগন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী এ.এম. মাহবুব উদ্দিন খোকন ও সাধারন সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবী ফোরামের অসংখ্য আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলা করেন। এ সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: