বগুড়ায় স্টেডিয়াম ফেরানোর দাবিতে আবারও অনশনে রুমেল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৫:৫৯ পিএম

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে হাতে-গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে আবারও অনশনে নেমেছেন হুমায়ুন আহম্মেদ রুমেল। রোববার সকাল ১১ টার দিকে শহরের সাতমাথায় এই অনশন শুরু হয়। হুমায়ন আহম্মেদ রুবেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় সামাজিক যোগাযোগমাধ্যম একজন কন্টেন্ট ক্রিয়েটর।

হুমায়ন আহম্মেদ রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করেছিলাম। এরমধ্যে ইতিবাচক কোন সিদ্ধান্ত না আশায় আবারও অনশন শুরু করেছি। বগুড়া থেকে দাবি আদায় না হলে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন শুরু করবো। আমার দাবি কারও পক্ষে বিপক্ষে নয় বরং বগুড়ার মানুষের যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি।

৪০ বছর বয়সী তরুণ এই যুবক বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে প্রতিবাদি অনশনে নেমেছেন। এরআগে তিনি ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা কাফনের কাপড় পরে অমরণ অনশন করেছিলেন রুমেল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেছিলেন।

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সবরকম কার্যক্রম গুটিয়ে দেয় বিসিবি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতা অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালামাল নিয়ে যায় বিসিবি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: