শেরপুরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৬:৪০ পিএম

শেরপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালী গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে শহরের নয়ানীবাজারস্থ ঐতিহাসিক পাকবাহিনীর টর্চার সেল খ্যাত সুরেন্দ্রমোহনের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সেক্টার কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা শাখা।

এতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ড. সুধাময় দাস, হারেজ আলী, আব্দুর রহিম বাদল প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে অন্যান্য সদস্য, সুধী মহল ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা ১৯৭১ সালে গণহত্যার স্থানগুলোকে চিহৃতকরণ ও সংরক্ষন, ৭১’এর বাংলাদেশের কালো রাত্রী হিসেবে পরিচিত ২৫ মার্চকে গণহত্যা দিবস এবং গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: