ধারণার চেয়েও ভালো দল বাংলাদেশ: আইরিশ কোচ

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১২:২৫ এএম

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল এখন অবস্থান করছে বাংলাদেশে। ইতোমধ্যেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে আয়ারল্যান্ড দলকে ১৮৩ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। অবশ্য বাংলাদেশ দলকে ধারণার চেয়েও ভালো দল দাবি করেছে আইরিশ কোচ হেইনরিখ মালান। রবিয়ার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটা জানালেন তিনি।

আইরিশ কোচ বলেন, ‘অবশ্যই এমন ফল আমরা চাইনি। আমার মনে হয় এটা ভালো সুযোগ কন্ডিশনটা টের পাওয়ার। তারা আমাদের ধারণার চেয়ে ভালো দল। ভালো উইকেট ছিল। এত বেশি ইফেক্টেড না যেমন ভেবেছি। এটা এমন কিছু যেটা খুঁজে পেয়েছি। আমরা আগামীকাল সেটা সমাধান করতে পারবো। ’

দ্বিতীয় ওয়ানডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা ছিল আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। সিরিজ বাঁচাতে সোমবারের ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের। এ ম্যাচে কী পরিকল্পনা থাকবে? আয়ারল্যান্ড কোচ মালান চলতে চান নিজেদের পথেই।

তিনি বলছিলেন, ‘অধিনায়ক বলেছে আমরা নিজেদের খেলার ধরনেই মনোযোগী। অবশ্যই এটা ফলের ব্যাপার। বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের। কিন্তু এটাই আমাদের কাজের পথ। আমার মনে হয় যদি আপনি গত ১২ মাসে আমাদের খেলার ধরন দেখেন, যেভাবে আমরা খেলার চেষ্টা করেছি, আমাদের সুযোগ এসেছে বড় দলগুলোকে হারানোর। ’

‘আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজও তেমন সুযোগ হিসেবে দেখছি। এখানে আসা, আলাদা কন্ডিশন, এমন একটা দলের বিপক্ষে খেলছি, যারা মাত্রই বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে- এসব দেখায় আমাদের সামনে কারা আছে। ’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: