পাংশা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন মোঃ জিল্লুল হাকিম এমপি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার এ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

পাংশা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সহধর্মীনি মিসেস সাঈদা হাকিম। পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূশরাত হাছনীন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেধ রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুনসহ পাংশা সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই বৃষ্টি শুরু হওয়ায় ক্রীড়া প্রতিযোগীতা পূনরায় অন্যদিন করা হবে বলে জানান আয়োজকরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: