প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, বিচারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

লালমনিরহাট সদর উপজেলার বাজে মজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনবীর কুমার বর্মনের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিচারের দাবিতে শিক্ষকগণ জেলা প্রশাসক বরাবরের স্মারক লিপি পেশ করেন।
জানা যায়, গত ১৩ মার্চ দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয় বাজে মজুরাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনবীর কুমার বর্মন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি থানা পুলিশ।
সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধনে দাড়ানো শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে রনবীর ও তার প্রতিবেশীদের চলাচলের রাস্তা প্রতিবেশী এক প্রভাবশালী ব্যক্তি দখল করে। রাস্তা উদ্ধারে ঐ এলাকার তিন শতাধিক পরিবার সংবাদ সম্মেলনসহ নানাভাবে কাজ করছেন। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও চলাচলকারীরা নানাভাবে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পায়নি দীর্ঘদিন। এর আগে জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ ও স্মারকলিপিও দিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তা উদ্ধারের জন্য সেসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছিলেন শিক্ষক রণবীর। তারই জের ধরে রণবীরের উপর রাস্তা দখল করা প্রভাবশালী ঐ পরিবার বহিরাগতদের দিয়ে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন বক্তরা। এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে মানববন্ধনে দাড়িয়েছেন তারা। সকলের দাবি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের করা হোক।
লালমনিরহাট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন খোচাবাড়ী সরকার প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী,১নং খুনিয়াগাছ সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক আব্দুল হাই,ভাটিবাড়ী সরকারি প্রাঃ বিদ্যাঃ এর মিনতি রাণী,কালমাটীর মোশাররফ হোসেন, আরাজী চোঙ্গাদ্বারার রেজাউল করিম রানা প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: