সড়কে পড়েছিল মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছেন। রবিবার (১৯ মার্চ) রাত ৮ টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজ নামক এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার অফিসারইনচার্জ মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাত ৮ টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজের এলাকায় একটি অজ্ঞাত গাড়িকে চাপা দেয় ওই মোটরসাইকেল। মোটরসাইকেলে চালকসহ দুই যুবক ছিল। দু'জনই ঘটনাস্থলে মারা গেছে। তবে, কি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি।

তিনি আরও বলেন, মরদেহ ঘটনাস্থলে আছে। উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে, এখানো নিহতের নাম ঠিকানা জানা যায়নি বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: