সতিকসাস’র নির্বাচন আজ

এক বছর পর আবারও এলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন ২০২৩। সোমবার (২০ মার্চ) তিতুমীর কলেজ ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কলেজের বিজ্ঞান ভবনের ৩য় তলা (পুরাতন শিক্ষক মিলনায়তন কক্ষে) দুপুর সাড়ে ১২ টা থেকে ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এদিকে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গিয়েছে।
উক্ত নির্বাচনে সংগঠনটির ৯টি পদের বিপরীতে ১৬ জন মনোনয়ন উত্তোলন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে একজন পদপ্রার্থী থাকায় দৈনিক সংবাদের মামুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন ২ জন করে প্রার্থী, এছাড়া সহ-সভাপতি ২ জন, সাংগঠনিক সম্পাদক ২ জন, অর্থ-সম্পাদক ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২ জন ও কার্যনির্বাহী সম্পাদক পদে ৩ জন। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৭ ও ১৮ মার্চ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নির্বাচন ২০২৩ এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির ও এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল।
প্রার্থীদের মধ্যে সভপতি পদে লড়ছেন দৈনিক দেশ রুপান্তর এর তাওসিফ মাইমুন ও দৈনিক মানবজমিনের নাজমুল হুদা। সহ সভাপতি পদে ঢাকা ট্রিবিউনের রাব্বি হোসেন ও এমপি নিউজের তুহিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশনের শাহাদাত হোসেন নিশাদ ও দৈনিক আমার বার্তা’র সাহেদুজ্জামান সাকিব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার নিফাত সুলতানা ও ঢাকা ১৮. কম এর মার্জিয়া আফরোজ মিলি, অর্থ সম্পাদক পদে নয়া শতাব্দীর মোহাম্মদ রায়হান ও ডেইলি বাংলাদেশ’র মো: শাকিল আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে বিডি২৪রিপোর্ট এর মামুনূর রহমান হৃদয় ও স্বদেশ প্রতিদিন এর এইচ. এম. ইমরান হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য পদে বিডি২৪লাইভ এর মো. আজাদ হোসেন, বানিজ্য প্রতিদিন এর মাহমুদা আক্তার ও সোনালী নিউজ ডট কম এর মো. সাব্বির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: