শাহজাদপুরে অপরহরণের পর স্কুল ছাত্রকে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রকে অপহরনের পর মুক্তিপন দাবী করার তিন দিন পর ঘাসের ক্ষেত থেকে লাশ উদ্ধার। এ ঘটনায় তিন ঘাতককে আটক করেছে থানাপুলিশ।
জানা যায়, গত শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মোঃ মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেনীতে পরুয়া পুত্র মো. রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পিছন থেকে অপহরন করে নিয়ে যায়। এ দিন রাতে অপহরণকারীরা শিশুটির পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
ঐ দিন রাতেই পিতা মমিরুল ইসলাম পুত্র রেদোয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পঠানোর পর থেকেই অপহরনকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে পিতা মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরদিন রবিবার (১৯ মার্চ) রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ। আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২০ মার্চ সোমবার সকালে আসামীদের সঙ্গে নিয়েই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা হয়েছে। আসামীরা হলো, উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের পুত্র সাগর (১৮), আব্দুল জলিল ভক্তের পুত্র নাঈম (১৭), জিগারবাড়িয়া গ্রামের হালিমের পুত্র হালিমের সাকোয়াত (১৯)।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপহরনের পর গত শনিবার আমরা অভিযোগ পাই এবং রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: