মানিকগঞ্জে ৩৬৭ ভূমিহীন-গৃহহীন পরিবার পাবে ঘর

মানিকগঞ্জে আশ্রয়হীন প্রকল্প-২ এর আওতায় পাঁচটি উপজেলার ভূমিহীন-গৃহহীন ৩৬৭টি পরিবারকে ঘর দেওয়া হবে। সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ বলেন, জেলার ঘিওর ও সাটুরিয়া উপজেলা আগেই ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) বাকি পাঁচটি উপজেলার ৩৬৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে। মানিকগঞ্জ সদর উপজেলায় ৩১টি, সিংগাইর উপজেলায় ১৬৩টি, হরিরামপুর উপজেলায় ৭৭টি, শিবালয় উপজেলায় ৬২টি ও দৌলতপুর উপজেলায় ৩৪টি পরিবারকে এ ঘরগুলো দেওয়া হবে।
তিনি বলেন, জেলায় ‘ক’ তালিকা অনুযায়ী ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ১ হাজার চারশো ৩৩টি। পরে যাচাই বাছাই শেষে হালনাগাদ করে পরিবারের সংখ্যা হয় ১ হাজার চারশো ৪৫টি। তালিকা করা এসব পরিবারের মধ্যে ৮৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যে ২২৭টি ঘর হস্তান্তর করে পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হবে।
এ সময় সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোত্বিশর পাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: