বিকেএসপিতে ভর্তি হতে না পারা দুই শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৭:৩৮ পিএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ভর্তি তালিকায় ঠাই পেয়েছেন খাগড়াছড়ির দুই মেধাবী শিক্ষার্থী। এরা হলেন, নাইদাঅং মগ ও আপ্রু মারমা। কিন্তু অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছিলেন না তারা। অনিশ্চিত হয়ে যেতে বসেছিল তাদের ভর্তি কার্যক্রম।

এমতাবস্থায় খবর পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। আর্থিক সহায়তা দিয়ে নিশ্চিত করেছেন তাদের ভর্তি কার্যক্রম।

সোমবার (২০ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এই দুই শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। দুই শিক্ষার্থী হলেন খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাই পাড়া এলাকার মংশিথৈয়াই এর ছেলে নাইদাঅং মগ অপরজন হলেন রোয়াসায়া পাড়া এলাকার চাইহ্লাপ্রু মগ এর ছেলে আপ্রু মারমা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, 'অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছিলেন না দুই মেধাবী শিক্ষার্থী। এ খবর পেয়ে জেলা প্রশাসক ঐ দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। তারা এখন বিকেএসপিতে ভর্তি হতে পারবে।' জেলা প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: