কুমিল্লায় ফেনসিডিলসহ যুবলীগের দুই নেতা আটক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমতিয়াজ হাবিব সিনহার গাড়িতে ১০০ বোতল ফেনসিডিলসহ দু'জনকে আটক করে ছত্রখীল ফাঁড়ির পুলিশ। এসময় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় । সোমবার (২০ মার্চ) বিকালে কুমিল্লার আর্দশ সদর উপজেলার জালুয়া পাড়া গোমতীর পাড়ে ভারত সীমান্ত থেকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লায় নগরীর উত্তর শাসনগাছা এলাকার আব্দুর রহমান ছেলে যুবলীগ নেতা ইমতিয়াজ হাবিব সিনহা, একই এলাকার আবদুল করিমের ছেলে মাজিদুল হক। কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন বলেন, আমরা এ বিষয় যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।

এ বিষয়ে ছত্রখীল পুলিশ ফাঁড়ির এস আই ইয়ামিন সুমন জানান, ১০০ বোতল ফেনসিডিল সহ দু'জনকে আটক করেছি। একজন যুবলীগ নেতা। আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: