বুড়িচং উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড আবুল হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি যথাক্রমে অ্যাড মাহবুবুর রহমান, আবু তাহের চেয়ারম্যান, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুস সালাম বেগ, উপজেলার সহ সভাপতি আবুল হাশেম মেম্বার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, আবুল কাশেম চেয়ারম্যান,জিএম জাকারিয়া, উপাধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল রুমি, জেলা যুগ্ম আহবায়ক সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সা:সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইন্জি.মো.বাছির খানঁ, ভারেল্লা দ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শাহাজাদা আহমেদ রনি।
আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদেরা পারভীন চেয়ারম্যান, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রেজাউল করিম, আবদুল করিম চেয়ারম্যান, সদরের সা:সম্পাদক মাজেদ মেম্বার, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সা:সম্পাদক পারভেজ খানঁ , বাকশীমূল ইউনিয়ন সা: সম্পাদক মিজানুর রহমান লিটন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সা:সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, ষোলনল ইউনিয়ন সা:সম্পাদক সাইফ উদ্দিন মানিক, ভারেল্লা উত্তর ইউনিয়ন সা:সম্পাদক আলিফ রায়হান হামিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক খানঁ মেম্বার, রাসেল, মোস্তফা চেয়ারম্যান, যুবলীগের নেতা হিরো মিজান, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি নেয়াজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সুমনসহ অনেকেই।
পরিশেষে সভাপতি বলেন দলকে সুসংগঠিত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যদিকে উপজেলা যুবলীগের সম্মেলন ও উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সম্পন্ন করা নির্দেশ দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: