আবাসিক হোটেলে থেকে ১০ প্রেমিক-প্রেমিকা আটক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৮:৫৩ এএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নিকলী থানার তদন্ত কর্মকর্তা আখারুজ্জামান খাঁন।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়। সোমবার (২০ মার্চ) দুপুরে ৯৯৯ থেকে ফোন পেয়ে এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত ৫ মেয়ে ও ৫ ছেলেসহ মোট ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সঙ্গে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ও কেয়ারটেকার দীপুকে আটক করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার (২১ মার্চ) আদালতে পাঠানো হবে।

আটকৃতরা সবাই বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থী। তাদেরকে নিকলী থানায় আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি। অনৈতিক ও সামাজিক অবক্ষয়রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: