আক্কেলপুরে ১৮২ পরিবার পাচ্ছেন ভূমি ও গৃহ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১২:৫৯ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত মোট ১৮২ টি অসহায় পরিবার একখন্ড জমি ও একটি গৃহ পেয়েছেন। বুধবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে ৩৫ টি অসহায় পরিবারের মাঝে জমির কাগজপত্র ও গৃহ তাদের হস্তান্তর করা হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে হস্তান্তর করবেন তাদের।

এ উপজেলায় প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত মোট  ১৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হবে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

ইউএনও প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চতুর্থ পর্যায়ে এ উপজেলায় ৩৫ টি ‘ক’ শ্রেণির পরিবার পূনর্বাসনের মাধ্যমে প্রথম পর্যায় থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত উপজেলার তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীন ১৮২টি পরিবার পূনর্বাসন সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে এই উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে ভূমি ও গৃহ হস্তান্তর করে সমগ্র জেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন। ভিডিও কনফরেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে চতুর্থ পর্যায়ে ৩৫ টি পরিবারের মাঝে কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, ‘ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নির্মিত সকল ঘর প্রস্তুত রয়েছে। আমাদের উপজেলায় এর আগে বিভিন্ন ধাপে ১৪৭ টি ভূমি ও গৃহ প্রদান সম্পন্ন করা হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির ৩৫ টি পরিবারকে পূনর্বাসন করে সর্বমোট ১৮২ টি পরিবারকে পূনর্বাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসাবে ঘোষণা করবেন’।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: