স্মার্ট নাগরিক গড়ার সবচেয়ে বড় জায়গা বিশ্ববিদ্যালয়: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধারণ করে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রী চারটি মূলনীতির কথা বলেছেন। সেটি হলো-স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট। স্মার্ট নাগরিক গড়ে তোলার সবচেয়ে বড় জায়গা হলো বিশ্ববিদ্যালয়।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করছেন। আমাদের লক্ষ্য, গবেষণা হবে গণমুখী- সে উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। খুব অল্প সময় আগে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও কাজের মধ্যদিয়ে, জ্ঞানের মধ্যদিয়ে, গবষেণা এবং উদ্ভাবনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজয় করবে, বিশ্বে বাংলাদেশের সুনাম মর্যাদাকে সমৃদ্ধ করবে এটি আমরা প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন ‘আমাদের লক্ষ্য, গবেষণা হবে গণমুখী-সে উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। তবে আগামীর সময় হবে পেপার বিহীন প্রযুক্তির সময়। যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ই-নথির মাধ্যমে সব কাজ করার ব্যবস্থা করবে সরকার। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার স্থাপন করছি।আমি আশ্বস্থ করছি এখানেও আপনাদের চাহিদা অনুসারে আইসিটি বিভাগ থেকে এখানেও রিসার্চ এন্ড ইনোভেশন ল্যাব স্থাপন করবো।’
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিতে গবেষণা ও উন্নয়নে আন্তর্জাতিক মেলার আয়োজন করতে এক কোটি টাকা প্রণোদনা দেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির ৪টি হলেই ব্রডব্যান্ড সংযোগের তারহীন ইন্টারনেট ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ১ কোটি টাকার স্মার্ট ক্যাম্পাস ইনোভেশন চ্যালেঞ্জ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন ‘আমরা একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। যে বিশ্ববিদ্যালয় হবে- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন তার সারথি।'
এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন- এই মটোতে আগামীতে আরও নতুন নতুন উদ্ভাবনে নজরুল বিশ্ববিদ্যালয় যুক্ত থাকবে বলে উপাচার্য প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার। আরও বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, জাতির জনক বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি লিটন মাহমুদ অপু, সাধারণ সম্পাদক মহিবুর রহমান প্রান্তসহ অন্যরা। হল দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: