আশ্রয় শিবিরে ফের সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত, আহত ১

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৬:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত দুইজনেরই নাম রফিক। তারা ক্যাম্প-১৩- এর বাসিন্দা। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম জানা যায়নি। এ নিয়ে গত পাঁচ মাসে ২৭টি গোলাগুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩২ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ওই ক্যাম্প একদল সশস্ত্র দুস্কৃতিকারি দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক গুলিবিদ্ধ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: