রাজধানীতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৫:২৬ পিএম

রাজধানীতে বৃষ্টির পর একটি গাড়ির উপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় ব্যক্তিগত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, দুপুরে শুরু হওয়া ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ঢাকা মেট্রো-গ-২৮-৬২৭৫ নম্বরের গাড়ির ওপর গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

রোজিনা আক্তার আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এতে কেউ হতাহত হননি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: