জয়পুরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৭:৪৫ পিএম

শিক্ষিত হও, সংগঠিত হও, আন্দোলন করো এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৩ উপলক্ষে আজ মংগলবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয় জয়পুরহাটে।

সাউথ এশিয়ান দলিত ফোরাম, বাংলাদেশ চেপ্টার আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা দেওয়ান হেব্রম। বর্ণ বৈষম্য বিলোপ দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সাবেক সেক্রেটারী খ ম আবদুর রহমান রনি, আদিবাসী দলিত ফোরামের উপদেষ্টা নন্দলাল পার্শী, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, মোহাম্মাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলার নিলুফা জহুর লিলি, ডাসকোর প্রকল্প পরিচালক ভানু রানী, সাংবাদিক তপন কুমার খাঁ, স্থানীয় আদিবাসী নেতা অজিত কুমার মন্ডল, মনিলাল রবিদাস, স্বপন কুমার শীল প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোস্তাহেদ ফাররোখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: