‘স্কুলের ভবন শেখ হাসিনা দিয়েছেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে’

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১০:৩৮ পিএম

আমাদের এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের আমলে ভবন হয়েছে এখনও হচ্ছে সামনে আরো হবে। এখন আমাদের শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের ভাল করে পড়ালেখা করাবেন, এ শিক্ষার্থীরাই আগামীদিন দেশ ও জাতির নেতৃত্ব দিবে।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে, বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে, শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে এসবই জননেত্রী শেখ হাসিনার কল্যানে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচন এ নির্বাচনে পূনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমায় আনতে হবে তা হলেই আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। এ এলাকার মানুষ নৌকা পাগল আগামী দিন গুলোতে আমাদের উন্নয়নের ধারা অব্যবহ রাখতে নৌকার কোন বিকল্প নেই।

মঙ্গলবার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।

ভবন উদ্বোধন কালে হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফটিকের স ালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে এম শফিকুল মোরশেধ আরুজ, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, উপজেলা শিক্ষা অফিসার কে. এম নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃজহুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সদস্যগনসহ বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: