নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বব্যাপী রোল মডেল: ফিনিশ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিত্বা রুক্কু রন্ডে মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনসহ অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে অনাবাসিক ফিনিশ রাষ্ট্রদূত বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করেছেন।
প্রতিমন্ত্রী ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবুজ তৈরী পোষাক খাত, সোলার হোম সিস্টেম এবং কর্মশক্তি হিসেবে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথাও উল্লেখ করেন।
এছাড়াও, উভয় পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে শক্তি উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং জাহাজ রিসাইক্লিং, জৈব-উপাদানভিত্তিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, ইউক্রেনে যুদ্ধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সূত্র - বাসস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: