১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল আট বছরের মিথিলা

মাত্র আট বছর বয়সেই দশ মাসে পবিত্র কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে নাটোরের শিশু মিথিলা মিম। এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার (২০ মার্চ) রাতে নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা স্কুল মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শিশু মিথিলা নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইটভাটা শ্রমিক মিলন হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, এত অল্প বয়সে পবিত্র কুরআন মুখস্থ করায় আমরা অনেক আনন্দিত। শিশু মিথিলাকে আরও উৎসাহ দিতে গ্রামবাসী তাকে সংবর্ধনা দিয়েছে। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকায় এমন অনেকে পবিত্র কুরআন মুখস্থ করবে আশা করছি।
শিশু মিথিলা মিমের বাবা মিলন হোসেন জানান, আমি অনেক আনন্দিত আমার মেয়ে পবিত্র কুরআন মুখস্থ করেছে। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মাদরাসা পরিচালক মাওলানা আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অত্যন্ত মেধাবী শিশু মিথিলা। সে নুরানি, নাজেরা পর্যায়ক্রমে মাত্র ১০ মাসে হিফজ সম্পন্ন করেছে। শিশুটির পারিবারিক অসচ্ছলতার কারণে বেশি ভাগ সময় মাদরাসা থেকেই খরচ বহন করা হতো।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তেবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম প্রধান, মাদরাসা পরিচালক মাওলানা আবু তালেব, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজসহ মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: