ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে। কিলিয়ান এমবাপ্পেকেই ফ্রান্সের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। এর মধ্যে দিয়ে হুগো লরিসের স্থলাভিষিক্ত হলেন ২৪ বছর বয়সী এই গতি দানব। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লরিস।
এমবাপ্পে তার ৬৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৬টি গোল করেছেন, এর মধ্যে গত বছর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হারের ম্যাচে হ্যাটট্রিকসহ বিশ্বমঞ্চে মোট ১২টি গোল করেছেন। আগামী শনিবার ( ২৫ মার্চ) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। ফরাসিদের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করা এমবাপ্পের অধিনায়কত্ব করার মতো সব গুণই আছে বলেই মনে করেন দেশম। তিনি জানান ‘এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপ্পের মধ্যে আছে।’
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) সংবাদ সম্মেলনে দেশম জানান ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’ যদিও ইএসপিএন জানিয়েছে, কে হবেন ফরাসিদের নেতা, সে সিদ্ধান্ত নাকি সোমবার অনুশীলনেই জানিয়ে দিয়েছেন দেশম। অনুশীলনে এমবাপ্পে ও গ্রিজম্যানের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথাও বলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১২ সালে ফ্রান্স দলের কোচ হিসেবে যোগ দেওয়ার পর এ প্রথমবারই অধিনায়ক খুঁজতে হয়েছে দেশমকে। কারণ, ২০০৮ থেকে ২০২২—এ ১৪ বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন উগো লরিস। ২০২২ বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পরই আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন এই গোলরক্ষক।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: