ঢাবিতে ‘অধ্যাপক সেকান্দার হায়াত খান স্বর্ণপদক’ প্রবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে স্নাতকোত্তরে (এমএস) সর্বোচ্চ ফলাফলধারীদের ‘অধ্যাপক সেকেন্দার হায়াত খান স্বর্ণপদক’ দিতে ট্রাস্ট ফান্ড গঠন করেছে ঢাবি।
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান ১২ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদার, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ ইনস্টিটিউটের শিক্ষক ও দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সেকেন্দার হায়াত খান স্বর্ণপদক’ প্রদান করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান দেশের পরিসংখ্যান শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রেখেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: