জয়পুরহাট মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৪:১৪ পিএম

জয়পুরহাটে মাদক মামলায় রায়ে ফরহাদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (২২ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন। এ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের  আদেশ দেয় আদালত।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে ফরহাদ আলী (৫৩)। জামিনে গিয়ে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পাদন করে আদালত। ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলীকে ১৪০ পিচ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশান সহ জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন চেঁচড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচবিবি পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন ২০১৮ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামী পক্ষে ছিলেন এ্যাড: নাজমুল হক জনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: