ভূমিহীন-গৃহহীন মুক্ত পঞ্চগড় জেলা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

পঞ্চগড়কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ৪র্থ ধাপে সারাদেশের ৩৯ হাজার ঘর প্রদান উপলক্ষে বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হল রুমে একটি সংযুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল হকের সভাপতিতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। এ সময় প্রধান অতিথি রিয়াজউদ্দিন পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করায় প্রশাসন ও জেলার সাধারন মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সদর উপজলা প্রশাসন সুত্রে জানা যায়, জেলার ৪৮৫০টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুর্নবাসিত করায় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। আশ্রয়ণ প্রকল্পে নিজ গৃহে আশ্রিতদের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে দারিদ্র বিমোচন ও পুর্নবাসন শীর্ষক প্রকল্পে ৪৮৫০টি পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুর্নবাসনের উদ্যোগ চলমান রয়েছে। পুর্নবাসন পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুর্নবাসিত পরিবারের ২৫০৩ জন শিশুকে নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানায় প্রধানমন্ত্রীর দেওয়া পঞ্চগড়ের আশ্রয়ন প্রকল্পগুলোতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। প্রতিটি পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষন দিয়ে উন্নয়নের মূল স্রেতধারায় সংযুক্ত করা হচ্ছে। সংযুক্তি অনুষ্ঠানে সদর উপজেলার ১০ টি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ঘর পাওয়া উপকারভোগী পরিবারের সদস্য বৃন্দ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: