নালিতাবাড়ীতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিকার পেতে সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে এক উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত জের ধরে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি ও তার অফিস কক্ষ তালাবদ্ধ করার প্রতিকার পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাজার অধ্যক্ষ আবু তাহেরের মার্কেটে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ জানুয়ারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ৪জন কর্মচারী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ২৮ জন প্রার্থী আবেদন করেন। গত ৮ মার্চ উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় ওই নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন হঠাৎ আমার হার্টের সমস্যা দেখা দিলে আমি ময়মনসিংহের গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হই। তাই নিয়োগ বোর্ডে অনুপস্থিত থাকায় আমাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কারন দর্শানোর নোটিশ দিলে আমি তার সন্তোষজনক জবাব দাখিল করি।
এদিকে, এই নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম, শিক্ষক মোস্তফা ফারুক ও মোস্তফা কামাল আমার অফিস কক্ষের পুর্বের তালা ভেঙ্গে ফেলে নতুন দুটি তালা লাগিয়ে দেন। ফলে আমার অফিস কার্যক্রম পরিচালনাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের দুই শিক্ষক ও কমিটির একজন সদস্য মিলে আমাকে মারপিট ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষকের সাথে স্থানীয় রতন মিয়া, বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত কদমতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সব কিছু জানেন। শিক্ষক মোস্তফা ফারুক ও মোস্তফা কামালের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: