ঝিনাইগাতীতে দুস্থ নারীদের মধ্যে ভিডব্লিউবির চাল বিতরণ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৭:০৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে তালিকাভুক্ত দুস্থ নারীদের মধ্যে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪২৯জন উপকারভোগীর মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহনাজ পারভীন, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মো. জবেদ আলী, রকিব বাদশা, ফকরুজ্জামান রায়হান, মো. জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে তালিকাভুক্ত ৪২৯জন দুস্থ নারীদের মধ্যে ২০২৩ ও ২০২৪ এ দুই বছর প্রতিমাসে তাদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। তিনি আরও জানান, বুধবার (২২ মার্চ) গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বরাদ্দ মোতাবেক জনপ্রতি দুই বস্তা (৬০ কেজি) করে চাল বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: