বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কর্মচারীদের কাজ করে যেতে হবে: উপাচার্য সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনাদের কাজ করতে হবে এবং গোপনীয়তা রক্ষা করতে হবে। অফিস গোপনীয়তা নিকট আত্মীয়কেও বলা যাবে না। এখানে যে কাগজটি আপনার কাছে থাকবে সেটি আমানত। আপনি এটির রক্ষক। এটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে সৃষ্টিকর্তার কাছে আপনি দায়ী থাকবেন।’
বুধবার (২২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত একটি পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মচারী সমিতি (গ্রেড ১১-১৬) অনুষ্ঠানটি আয়োজন করেন।
তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার অভিযাত্রায় আপনাদের অনেক অনেক সহযোগিতা আমরা পেয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। আপনাদের আরও বেশি বেশি কাজ করতে হবে। আমাদের সংকট আছে। সেই সংকট মোকাবিলা করে আমাদের কাজ করে যেতে হবে।’
কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে প্রশাসনের ভাবনা তুলে ধরে উপাচার্য বলেন, ‘আপনাদের দাবি দাওয়া নেতৃবৃন্দের মাধ্যমে লিখিতভাবে আমাদের জানান। নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেগুলো আপনাদের পূরণ করে দেওয়া হবে। আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যেন সর্বোচ্চ সুবিধা পায় সেটির জন্য প্রশাসন সবসময় চেষ্টা করে।’
কর্মচারী সমিতির (গ্রেড ১১-১৬) সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, কর্মকর্তা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রামিম আল করিম, আন্ত: বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, সহসভাপতি হোসাইন আহমেদ মুকুলসহ অন্যরা।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: