পাংশা উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা, ৪র্থ ধাপে ঘর পেল ১২০ পরিবার

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:১৩ পিএম

মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সাল থেকে শুরু হয়ে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৪ ধাপে পাংশা পৌর সভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৫৫০ টি ঘর নির্মান করা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। এরই মধ্যে ৪র্থ বারে ১২০ সুবিধাভূগী গৃহ হীনদের মধ্যে তাদের গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছে, অনেকেই ঘর পেয়ে আগামীর স্বপ্ন বুনছেন।

বুধবার ভিডিও কনফারেস’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সকল নির্মানাধীন ঘরের উদ্বোধন করেন। পাংশা উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। ৪র্থ ধাপে পাংশা উপজেলায় ১২০ পরিবার তাদের ঘর বুঝে পেয়েছেন। এ উপলক্ষে আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

বিশেষ অতিথি হিসাবে পাংশা উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ,সহকারী কমিশরার ভ’মি মোহাম্মাদ মাসুদুর রহমার রুবেল, পৌর মেয়র মো. ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক বৃন্দ, সুবিধাভ’গীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২ শতাংশ জমির উপর একটি ২ রুমের সেমি পাকা ঘর, আছে আধুনিক সুবিধাসমূহ, কারেন্ট রয়েছে, সড়কের পাশে এ প্রকল্প গুলো গড়ে তোলায় বিভিন্ন ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে ভূমিহীন মানুষ গুলোর। পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. হেকমত আলী বলেন- আমরা শতভাগ চেষ্ঠা করছি আশ্রয়ন প্রকল্পের সেমি পাকা ঘরগুলো সুন্দর ভাবে করতে।

পাংশা উপজেলার শরিসা ইউনিয়নে ২২৮টি, কসবামাজাইল ইউনিয়নে ৪৯টি, মৌরাট ইউনিয়নে ৪২টি, হাবাসপুর ইউনিয়নে ৪২টি, বাহাদুপুরপুর ১৫টি, মাছপাড়া ০৮টি, বাবুপাড়া ১০টি, কলিমহর ৪৯টি, যশাই ১২টি ও পাংশা পৌর সভায় ১০২টি সর্ব মোট ৫৫০টি ঘর নির্মান করা হয়েছে ভূমিহীনদের জন্য। এ ঘর পেয়ে সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: