‘গণতন্ত্র হত্যা করেছে বিএনপি, মেরামত করেছে শেখ হাসিনা’

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:৩৩ পিএম

গণতন্ত্র হত্যা করেছে বিএনপি, মেরামত করেছে শেখ হাসিনা, বলে মন্তব্য করেছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণতন্ত্র হত্যা বিএনপি করেছে আর সেই গণতন্ত্র মেরামত করেছে শেখ হাসিনা। তাঁদের হাতে আর এদেশ যাবে না। শেখ হাসিনা বিএনপির হাতে আর দেশ তুলে দেবে না।

বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। বিএনপির আন্দোলন এখন ডানেও যায় না, বামেও যায় না। বিএনপির অবস্থা কাঁদাতে আটকে যাওয়া জয়নুলের গাড়ির মত হয়ে গেছে।

১০ ডিসেম্বর প্রসঙ্গ টেনে এনে বলেন, ১০ ডিসেম্বর না’কি খালেদা জিয়া দেশ চালাবে। তারেক জিয়া না’কি দেশে ফিরবে। এখন বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা ও সরকার উৎখাতের ১০ দফা দেয় ; সব ভুয়া!

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, তত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। ওই ভূত আর বাংলাদেশে আসবে না। আমেরিকান এম্বাসেডরকে আমরা বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারে আবার ফেরা কোনভাবেই সম্ভব নয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তারানা হালিম, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সভাপতি মাজহারুল কবির শয়ন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: