লক্ষ্মীপুরে ছিনতাইকারীর চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:৩৩ পিএম

লক্ষ্মীপুরে পিকআপ (গাড়ি) চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি-পুলিশ)। উদ্ধার করা হয়েছে গাড়ির ইঞ্জিন। বুধবার (২২ মার্চ) বিকেলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের কাছে পিক-আপ ছিনতাইর ঘটনা রহস্য উদঘাটন করেন।

ছিনতাইকারীরা হচ্ছেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইউরা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. হানিফ (৩৬), একই গ্রামের হাবিবের ছেলে মো. ফারুক (৩৫), চান্দিনা থানার বেলাশ্বও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. সাগর (৩০) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো. বেলাল (৫০)। তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, দুই মাস পূর্বে মো. আল-মাহমুদ ইউসুফ নামে এক ব্যক্তির পিক-আপ (গাড়িটি) ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে নিয়ে যায়। অর্থাৎ ২২ জানুয়ারি গাড়ি গো-খাদ্য (খড়) ভাড়ার কথা বলে কুমিল্লায় গাড়িটি নেওয়া নিয়ে যাওয়া হয়। চালক ও গাড়ির সঠিক সন্ধান পেয়ে ভুক্তভোগী ইউসুফ বিষয়টি আমাদের জানান। ওই সূত্র থেকে আমাদের জেলা গোয়েন্দা ডিবি-পুলিশের সদস্যরা মোবাইল ট্রাকিং মাধ্যমে রহস্য উদঘাটনে কাজ করতে শুরু করে। ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে একপর্যায়ে ডিবি-পুলিশ রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ছিনতাইকারীরা পিক-আপটি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় খোরশেদ আলমের গ্যারেজে গাড়ি ৭০ হাজার টাকা বিক্রি করে। গ্যারেজের মালিক গাড়ীর যন্ত্রাংশ খুচরা বিক্রয় করে দেয়। পুলিশ সেই গ্যারেজে অভিযান চালিয়ে গাড়ির ইঞ্জিন উদ্ধার করে। খোরশেদকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: