মডেল মসজিদ বিস্ফোরণের ঘটনায় বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৯:২৬ পিএম

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় উদ্বোধনকৃত মডেল মসজিদের অভ্যন্তরে বিস্ফোরনের ঘটনায় বোম্ব ডিসপোজাল ইউনিট বুধবার (২২ মার্চ) রাত ৮ টায় পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) রাত ১১ টার দিকে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার মসজিদটির উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাতে মসজিদটির ২য় তলায় বিকট শব্দে বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরে আগুন ধরে যায় এবং জানালার গ্লাস চূর্ণবিচুর্ণ হয়ে এদিক সেদিক পড়ে থাকে।

এদিকে খবর পেয়ে সকালে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনস্থাল পরিদর্শন করেছেন। নির্মাণে ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।ধর্ম মন্ত্রনালয়ের অধীন প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান হক এন্ড ব্রাদার্স মডেল মসজিদটি নির্মাণ করছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: