সিংড়ায় যুবলীগের বর্ধিত সভা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:১৫ পিএম

নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নে যুবলীগের বর্ধিত সভা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল জামী জজ (৩৫) ও আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন (৪০) কে মারপিট করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় চৌগ্রাম ইউনিয়ন আ'লীগ পার্টি অফিসে বর্ধিত সভা চলাকালীন এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

জানা যায়, বুধবার (২২ মার্চ) বিকেলে চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ছিলো। যথারীতি সভা শুরু হয়। এসময় উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার কার্যক্রম চলাকালীন স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার ভাগিনা মিঠুন সহ তার নেতৃত্বে ১০/১২ চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল জামী জজ ও রুহুল আমিন কে বেদম মারপিট করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শোনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মিঠুন নামে একজন কে আটক করে আটক করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: