কুবিতে 'ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস' ক্যাম্পেইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের উদ্যোগে 'ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যম্পাস 'ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ মার্চ) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে বিনির্মাণের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে মুক্তমঞ্ছ, গোল চত্বর, এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
এসময় ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শাখা ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষাথীবৃন্দ।
শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ এবং নিজেদের ক্যাম্পাসকে স্মার্ট করার জন্য এই ক্যাম্পেইনটি করেছি। পাশাপাশি ক্যাম্পাসকে সবুজায়ন এবং পরিষ্কার রাখতে শাখা ছাত্রলীগের পক্ষে থেকে এই উদ্যোগ।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে শিক্ষা, শান্তি ও প্রগতি মূলমন্ত্র রয়েছে। সেই প্রগতিশীল মূলমন্ত্রকে কে চর্চা করে পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ বলেন, শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ যে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রার অগ্রসৈনিক হলো ছাত্রলীগ। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমাদের ক্যাম্পাস কে স্মার্ট করার জন্য শাখা ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীবান্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই, আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই আমরা সবাই মিলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: