মুয়াজ্জিনের ব্যাগে দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ, সন্দেহ র‍্যাবের

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০১:৫৮ পিএম

সেদিন রাতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের কক্ষে মুয়াজ্জিনের ব্যাগের দাহ্য ও বিস্ফোরক পদার্থ থেকে এ বিস্ফোরণ হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে বলে সন্দেহ পোষণ করছেন বোম ডিসপোজাল ইউনিটের সহকারী পরিচালক মেজর মশিউর রহমান।

তিনি আরোও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুয়াজ্জিনের ব্যাগে থাকা কেমিক্যাল ও দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে বোম ডিসপোজাল টিম, সিআইডি, পিবিআই, ফরেনসিক ও গোয়েন্দা টিমসহ একসাথে কাজ করছে। অত্যাধুনিক এক্সপ্রোসিভ পোর্টেবল ট্রেস, ভ্যাপার ট্রেসের জন্য ভ্যাপার ডিটেকশন, অত্যাধুনিক ফিঙ্গার প্রিন্ট ক্যাপচারিং এবং স্ক্যানিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আলামতগুলো পরীক্ষা করা হচ্ছে।কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (২৩ মার্চ) রাতে মডেল মসজিদে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষ এক প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠানে এসব কথা বলা হয়।মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের দ্বিতীয় তলার কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পরে ঢাকা থেকে ১০ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: