পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীণ “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ে” শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি জনপদের প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ১নং মানিকছড়ি ইউনিয়নের আওতাধীণ দুছড়ি পাড়া বিশাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩টি গ্রামের ৩২৯টি পরিবারের মাঝে উক্ত সোলার প্যানেল বিতরণ করা হয়। সেই সাথে প্রশিক্ষণ ভাতা বাবদ নগদ ৬৫০ টাকা প্রদান করা হয়েছে।

মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার প্যানেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রমা উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মো. শাহরিয়ার হোসেন। এ সময় য্যোছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য আরে মারমা, মো. আসাদুল ইসলাম, মো. আইয়ুব আলী, শাহনাজ পারভীন ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

উক্ত সোলার প্যানেল বিতরণের ফলে উপজেলার দূর্গম পাহাড়ি জনপদের বিদ্যুৎ সুবিধাবি ত রে¤্রা পাড়া, দক্ষিণ ফকির নালা, উত্তর মরা ডলু, গচ্ছাবিল, দক্ষিণ হাফছড়ি, বক্রিপাড়া, মনাদংপাড়া, লাপাইদংপাড়া, চইক্কাবিল, গাইদংপাড়া, দুছড়ি পাড়া, মলঙ্গীপাড়া ও আগাদুছড়ি পাড়ার ৩২৯টি পরিবারের ঘর বিদ্যুতের আলোয়ে আলোতি হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: